Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

কোটিপতি আমানতকারী বেড়েছে ৫ হাজার

ব্যাংক খাতে মোট আমানত বেড়েছে ৩.২ শতাংশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুলাই গণ-অভ্যুথানের পর সৃষ্ট অস্থিরতায় ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার কারণে কোটিপতির সংখ্যা কমে গিয়েছিল। অস্থিরতা কমে আসায় এখন ব্যাংক খাতে আমানতপ্রবাহ বাড়তে শুরু করেছে। পাশাপাশি কোটিপতির সংখ্যাও বাড়তে শুরু করেছে। গত সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে ব্যাংকে কোটিপতির সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ হাজার। পাশাপাশি কোটিপতি ঋণ হিসাবধারীর সংখ্যাও বেড়েছে প্রায় সাড়ে ছয় হাজার। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে কোটিপতি আমানতের হিসাবধারী ছিল এক লাখ ১৭ হাজার ১২৭ জন। গত ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ৮১ জনে। তিন মাসে কোটিপতি আমানতধারী হিসাব বেড়েছে চার হাজার ৯৫৪টি বা প্রায় পাঁচ হাজার। এক কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি টাকার বেশি পর্যন্ত একটি ক্যাটাগরি ছাড়া সব ক্যাটাগরিতে আমানতের হিসাবধারী বেড়েছে। এর মধ্যে ৪০ কোটির বেশি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত আমানতের হিসাবধারী কমেছে। গত সেপ্টেম্বরে এ খাতে হিসাবধারী ছিল ৭৬২ জন। গত ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৭৫৮ জনে। একই সঙ্গে ঋণ হিসাবধারীর সংখ্যাও বেড়েছে। গত সেপ্টেম্বরে কোটি টাকার বেশি ঋণ গ্রহীতার হিসাব ছিল এক লাখ ৫৫ হাজার ৫৩২টি। ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬১ হাজার ৯১৬টিতে। ওই তিন মাসে এ খাতে হিসাবধারী বেড়েছে ছয় হাজার ৩৮৪টি। সার্বিকভাবে মোট কোটিপতি ঋণ হিসাবধারীর সংখ্যা বাড়লেও কয়েকটি ক্যাটাগরিতে ঋণ হিসাবধারীর সংখ্যা কমেছে। এর মধ্যে পাঁচ কোটির বেশি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত, ২০ কোটির বেশি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত, ৩৫ কোটির বেশি থেকে ৪০ কোটি টাকার বেশি পর্যন্ত ৪০ কোটির বেশি থেকে ৫০ কোটি টাকার বেশি পর্যন্ত ক্যাটাগরিতে ঋণ গ্রহীতা হিসাবধারী কমেছে। সম্প্রতি ব্যবসা বাণিজ্যে মন্দার কারণে এসব খাতে ঋণ হিসাবধারী কমেছে। তবে সার্বিকভাবে ঋণ প্রবাহ বেড়েছে প্রায় চার শতাংশ। সূত্র জানায়, আমানতের প্রবৃদ্ধির চেয়ে ঋণের প্রবৃদ্ধির হার এখনো বেশি। ঋণের প্রবৃদ্ধির চেয়ে আমানতের প্রবৃদ্ধি বেশি হওয়ার কথা। ঋণের চেয়ে আমানতের প্রবৃদ্ধি কম হওয়ায় তারল্য সংকট শিগগিরই কাটছে না বলেই ইঙ্গিত দিচ্ছে ব্যাংক খাতের এই দুটি সূচক।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ব্যাংক খাতে সার্বিকভাবে আমানতের প্রবাহ বেড়েছে। গত সেপ্টেম্বরে ব্যাংক খাতে মোট আমানতের স্থিতি ছিল ১৮ লাখ ২৫৩ কোটি টাকা। ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৪ হাজার কোটি টাকায়। আলোচ্য তিন মাসে আমানতের প্রবাহ বেড়েছে ৩ দশমকি ২০ শতাংশ। এর মধ্যে আগে গ্রামে আমানতপ্রবাহ কমলেও এখন আবার বাড়তে শুরু করেছে। ফলে এখন গ্রাম ও শহর দুই খাতেই আমানতের প্রবাহ বেড়েছে। গত সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে শহরে আমানতপ্রবাহ বেড়েছে প্রায় ৪ শতাংশ এবং একই সময়ে শহরে বেড়েছে ৩ শতাংশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম