Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ওয়েবসাইট

Icon

বাসস

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ-সংক্রান্ত ওয়েবসাইট উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে (পিআইডি) তিনি এই ওয়েবসাইটের (inauguration. julyuprising.com) উদ্বোধন করেন। প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

ওয়েবসাইটে চারটি ক্যাটাগরিতে গণ-অভ্যুত্থান-সংক্রান্ত তথ্য আপলোড করা হয়েছে। ‘স্ক্যান নিউজপেপার’ ক্যাটাগরিতে গণ-অভ্যুত্থানের সময়ে পত্রিকাগুলোর সম্পূর্ণ স্ক্যান কপি আপলোড করা হয়েছে। ‘নিউজ ক্লিপিং’ ক্যাটাগরিতে রয়েছে গণ-অভ্যুত্থান চলাকালীন পত্রিকায় প্রকাশিত সংবাদের ক্লিপিং। ‘ফটো অ্যালবাম’ ক্যাটাগরিতে পত্রিকায় প্রকাশিত এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত আন্দোলন-সংক্রান্ত স্থিরচিত্র আপলোড রয়েছে। এ ছাড়া ‘রিজিওনাল নিউজপেপার’ ক্যাটাগরিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের পত্রিকার সম্পূর্ণ স্ক্যান কপি আপলোড করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম