গাড়ি বিক্রি নিয়ে বিতণ্ডা
ডেমরায় বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর, আহত ২

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর ডেমরায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। মঙ্গলবার রাতে সারুলিয়া রানী মহলের ঢালের বিএনপি কার্যালয়ে হামলার সময় তারা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালায়। সেইসঙ্গে তারা সবুজ ও তাজুল ইসলাম নামে দুই কর্মীর মাথা ও ফেটে ছুরিকাঘাতসহ হাতুড়িপেটা করে। বিএনপির নেতাকর্মীরা জানায়, দলের কার্যালয়ে ডেমরা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, ডেমরা থানা যুবদল নেতা আহমদ ও ডেমরা থানা তাঁতি দলের সাবেক আহ্বায়ক রফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ গাড়ি কেনাবেচার নিয়ে নিঝুমবাগের সংশ্লিষ্টদের সঙ্গে সালিশে বসেন। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তুমুল বাগ্বিতণ্ডা হয়। এ সময় আশপাশে অবস্থান নেওয়া নিঝুমবাগের জামাই সোহাগ, শিশির ও মিজানসহ ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত বিএনপি নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুজন আহত হয়েছে এমন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।