Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শ্রমিকদের বেতন না দেওয়া

১২ প্রতিষ্ঠানের মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈদুল ফিতরের আগে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করায় ১২টি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বেতন-ভাতা পরিশোধ না করা পর্যন্ত তারা বিদেশ যেতে পারবেন না। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের বিষয়ে ইমিগ্রেশনকে তথ্য দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় অসন্তোষ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন-ভাতা পরিশোধ করতে পারছেন না, তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শ্রম আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব। তবে কোন কোন প্রতিষ্ঠানের মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের নাম প্রকাশ করেননি তিনি।

১২ কারখানার বাইরেও অন্য কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ না করলে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২৭ মার্চের (আগামীকাল) মধ্যে সব কারখানাকে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ওই তারিখের পর আমরা বিষয়টি পর্যালোচনা করব। যদি আরও কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে না পারে, তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কারখানায় তালা ঝুলিয়ে দেওয়া হবে। বেতন-বোনাস না পেয়ে সরকারি স্থাপনা অবরোধ না করতে শ্রমিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বেতন-বোনাস দেবে না, তাদের ঘেরাও করেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘৯৯ ভাগ গার্মেন্টে বেতন-ভাতা হয়ে গেছে। সরকার রপ্তানির ২ হাজার ২৫০ কোটি টাকা প্রণোদনা ছাড় করেছে। যারা এখনো বেতন-ভাতা দেননি, তাদের সহযোগিতার জন্য এ টাকা ছাড় করা হয়েছে।’

রমজানে নিত্যপণ্যের দাম আগের চেয়ে কম ছিল জানিয়ে তিনি বলেন, আমি নিজেই বাজার করি। বাজারের পরিস্থিতি আমি জানি। বাজার অনেকটা নিয়ন্ত্রণে আছে। ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে ১৯ ফেব্রুয়ারি থেকে নৌযানগুলোয় ম্যাজিস্ট্রেটরা অভিযান চালাচ্ছেন। ফলে ওই নৌযানগুলোকে ভাসমান গুদাম বানানো যায়নি। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস না করে দাম বৃদ্ধির চেষ্টা প্রতিহত করা হয়েছে। খেজুর, ছোলাসহ বিভিন্ন পণ্যের দাম আগের চেয়ে কম ছিল।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির সভায় অংশগ্রহণ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, শ্রম ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে আইএলও মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওই মামলা হলে বাংলাদেশ থেকে রপ্তানি বাধাগ্রস্ত হতো। আমরা আলোচনা করে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করার পর তারা মামলার সময় আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে। তিনি বলেন, আইএলও সভায় আমরা বলেছি, বর্তমান সরকারের আমলে একজন ছাড়া কোনো শ্রমিককে গ্রেফতার করা হয়নি। বেক্সিমকোর ইস্যুতে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় ফৌজদারি অপরাধের কারণে কবির নামে একজন শ্রমিকনেতাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়গুলো আইএলওকে জানিয়েছি।

তিনি বলেন, পাকিস্তানি এক শ্রমিকনেতা আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল। তাকে তার মন্ত্রীর সামনে বলেছি, ভাই ভাই বলেন, তাহলে কেন পেছন থেকে ছুরি মারেন। তিনি অভিযোগ তুলে নেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন।

উপদেষ্টা জানান, মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়নে চীনের সঙ্গে সোমবার একটি চুক্তি সই হয়েছে। ওই চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি জেটিসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হবে। ওই অর্থের মধ্যে তিন হাজার ৫৯২ কোটি টাকা চীন ঋণ দেবে। তিনি বলেন, মোংলা বন্দরকে কোল্ড পোর্ট হিসাবে গড়ে তোলা হবে। সেখানে যেন হিমায়িত সবজি ও মাছ আমদানি-রপ্তানির জন্য আলাদা কোল্ডস্টোরেজের প্রয়োজন না হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম