মার্চে সংঘবদ্ধ ধর্ষণ
জুলাই আন্দোলনে শহিদের মেয়ের আত্মহত্যা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধর্ষণের ঘটনার পর জুলাই-আগস্ট আন্দোলনে এক শহীদের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে রাজধানীর আদাবর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশী ও স্থানীয়রা জানান, আজ (রোববার) বিকালে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল। এজন্য শনিবার মার্কেটে গিয়ে কিছু কাপড় কিনেছে। রাত ৮টায় ওই কিশোরীর মা ছোট মেয়েকে বাসার পাশেই মাদ্রাসায় দিয়ে আসতে যান। এ সুযোগে রাত ৯টায় রুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোরী। স্থানীয় বাসিন্দারা লাশ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসে।
ছাত্রীর মামা জানান, আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ গ্রামের বাড়ি থেকে ফোন করে বলে আমার ভাগনি মারা গেছে। আমি দৌঁড়ে হাসপাতালে এসে দেখি আমার ভাগনির লাশ পড়ে আছে। জুলাই-আগস্ট আন্দোলনে আমার বোন স্বামী হারা হলো। এবার মেয়েকে হারিয়েছে। ধর্ষকরা জামিনে বেরিয়ে এসেছে। এখন আমার ভাগনি চলে গেছে। আমরা কার কাছে বিচার চাইব। কে বিচার করবে আমাদের।
এক প্রতিবেশী জানান, সন্ধ্যার পর মা-মেয়ে মিলে কাপড় কিনে এসেছে। পরদিন গ্রামের বাড়িতে যাবে। রাতে ছোট মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পর বড় মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। হয়তো কেউ তাকে ফোনে এমন কোনো হুমকি ধমকি দিয়েছে, যে কারণে কিশোরী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা এ হত্যার বিচার কার কাছে আর চাইব।
