অধ্যাদেশের খসড়া সংশোধন দাবি
আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের দিনভর বিক্ষোভ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া সংশোধনের দাবিতে বুধবার দিনভর বিক্ষোভ করেছে কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তারা। সকাল থেকে ঢাকার আশপাশের কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও কাস্টমস হাউজের সব শ্রেণির কর্মকর্তারা রাজধানীর আগারগাঁও-এ রাজস্ব ভবনে জড়ো হতে থাকেন। এ কারণে কার্যত অচল হয়ে পড়ে ঢাকায় রাজস্ব আদায় কার্যক্রম।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকাল থেকে। গোপনে আইন মন্ত্রণালয়ে অধ্যাদেশের খসড়া পাশ করার জন্য ভেটিং চলছে-এমন খবর দুই ক্যাডারের কর্মকর্তাদের মাঝে ছড়িয়ে পড়লে বিকাল থেকে তারা এনবিআরে জড়ো হতে থাকে। সন্ধ্যার দিকে এনবিআর চেয়ারম্যান অফিসে প্রবেশ করলে প্রায় ঘণ্টাখানেক তাকে অবরুদ্ধ করে রাখে প্রায় দুই শতাধিক কর্মকর্তা।
এরপর এনবিআর চেয়ারম্যান ফোনে আইন সচিবকে ভেটিং স্থগিত রাখার অনুরোধ জানালে পরিস্থিতি শান্ত হয়।
বুধবার বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি মুতাসিম বিল্লাহ ফারুকী আয়কর ও বিসিএস (কাস্টমস) অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে মোস্তাফিজুর রহমান এনবিআর সম্মেলন কক্ষে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন, অধ্যাদেশ আইন সচিব অনুমোদন দেননি। খসড়ার সমস্যাগুলো তাকে উপস্থাপন করা হয়েছে।
মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, কোনো কারণে কাস্টমস ও আয়কর ক্যাডার কর্মকর্তারা সংক্ষুব্ধ সেটি অর্থ উপদেষ্টাকে জানানো হয়েছে। একইসঙ্গে খসড়ার কোথায় কী সংশোধন প্রয়োজন সেটিও উপস্থাপন করা হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। উনি (অর্থ উপদেষ্টা) অধ্যাদেশ বাস্তবায়নের আগে সংশোধনের উদ্যোগ নেবেন। দুই বিভাগের সদস্য পদ সংখ্যা কমবে না। একইসঙ্গে পদমর্যাদা সচিবদের মতো গ্রেড-১ হবে। ব্যবস্থাপনা বিভাগের সর্বোচ্চ পদটি আয়কর ও কাস্টমস ক্যাডারের জন্য নিশ্চিত করবেন এবং ক্যাডারের গ্রেড উন্নয়ন নিশ্চিত করবেন। এরপর জুনিয়র কর্মকর্তাদের চাপে সন্ধ্যার দিকে আবারও সম্মেলন কক্ষে আসেন দুই অ্যাসোসিয়েশনের সভাপতি। তারা জানান, ১ মে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের জরুরি সাধারণ সভা ডাকা হয়েছে। সেখানে কাস্টমস ক্যাডারের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। সবার মতামতের ভিত্তিকে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।
