Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পহেলগাঁও হত্যাকাণ্ড

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে: প্রণয় ভার্মা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যাকাণ্ডের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সে দেশের হাইকমিশনার প্রণয় ভার্মা। শুক্রবার ভারতীয় হাইকমিশনে ২২ এপ্রিলের ঘটনায় নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, ‘এই হত্যাকাণ্ডগুলো আমাদের সামগ্রিক চৈতন্যে নাড়া দিয়েছে। তবে, এটা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অভিশাপকে শেষ করে দিতে আমাদের সংগ্রামের অঙ্গীকারকে আরও পাকাপোক্ত করেছে। এটা আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে, যাতে অপরাধীরা এমন আক্রমণ আর কখনো চালাতে না পারে এবং তাদের সাহায্যকারীরা যাতে তাদের পরিকল্পনায় সফল না হয়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম