মহেশখালীতে বন্ধুদের গুলিতে নিহত মামুন
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের মহেশখালীতে বন্ধুদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাতে মারাক্কাঘোনা এলাকার ঘটনায় নিহত রফিকুল ইসলাম মামুন (২৯) একাধিক মামলার আসামি এবং কালারমার ছড়া ইউনিয়নের ছামিরাঘোনার মনজুর আলমের ছেলে।
জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের বাসিন্দা বিভিন্ন মামলার পলাতক আসামি মামুন ৪ বন্ধুকে নিয়ে সিএনজিতে মহেশখালীর প্রধান সড়ক ধরে আসছিল। এরই মধ্যে সড়কের মারাক্কাঘোনা এলাকায় রফিকুল ইসলাম মামুন ওরফে মামুন শরীফকে গাড়ি থেকে নামিয়ে দেয় তিন বন্ধু। এর পরই কাছ থেকে তার বুকে তিনটি গুলি ও একটি ফাঁকা গুলি করে তারা সটকে পড়ে। পরে পুলিশ তাকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চমেক হাসপাতালে ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
বদরখালীতে চিকিৎসারত অবস্থায় পুলিশ তার জবানবন্দি রেকর্ড করেন, এ সময় তাকে এক সঙ্গে থাকা তিন বন্ধু গুলি করেছে বলে তথ্য দেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেকী বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে তিনটি গুলির চিহ্ন রয়েছে, একটি গুলি শরীরের পেছন দিয়ে বেরিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ঘটনার বিষয়ে মামুন জবানবন্দি দিয়েছেন যে, পথে তাকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে বন্ধুরা পালিয়ে গেছে। তিন বন্ধু একই এলাকার- মো. তারেক, সৈয়দ আলম ও মোহাম্মদ আনচার বলে নামও জানান মামুন। ওসি আরও জানান, মামুনের বিরুদ্ধে হত্যা, হত্যা প্রচেষ্টা ও অস্ত্র আইনে মামলাসহ ১১টি মামলা রয়েছে। হত্যায় জড়িতরাও একাধিক মামলার আসামি। চুরি-ছিনতাইয়ের ভাগবাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে এ খুনের ঘটনা ঘটতে পারে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
