Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সাত বিষয়ে সিদ্ধান্ত ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনসহ ৭ বিষয়ে একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কার, নির্বাচন ও নারী কমিশনের প্রস্তাব এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা হয়।

এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী ঐক্যজোটের পক্ষে নেতৃত্ব দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের।

মতবিনিময় সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয় তা হলো জাতীয় নির্বাচনে সম্মিলিতভাবে আসনভিত্তিক একক প্রার্থী ও এক বক্স দেওয়ার বিষয়ে কৌশলগত ঐকমত্য পোষণ; গণহত্যাকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা; আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব শক্তি পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা; নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা ইত্যাদি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম