Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পুলিশের ধারণা হত্যাকাণ্ড

মিরপুরে দুই বোনের লাশ উদ্ধার

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় মরিয়ম বেগম ও সুফিয়া বেগম নামে ২ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত মরিয়ম ও সুফিয়া বেগম সম্পর্কে আপন বোন। পুলিশের ধারণা তাদের হত্যা করা হয়েছে।

মরিয়ম বেগমের স্বামীর নাম কাজি আল্লাউদ্দিন। তিনি বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মকর্তা। মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, ঘটনার সময় মরিয়মের স্বামী বরিশালে ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে। নিহতের একজনের মাথায় শিলপাটার আঘাত রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান জানান, ওই বাসায় মরিয়ম বেগম এবং সুফিয়া বেগম ছাড়াও মরিয়মের মেয়ে নুসরাত জাহান থাকতেন। শুক্রবার রাতে বাসায় এসে মরিয়ম দেখেন দরজা বাইরে থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া মিলছিল না। এরপর আশপাশের লোকজনকে ডাক দিয়ে নুসরাত জাহান দরজা ভেঙে মা ও খালার রক্তাক্ত লাশ দেখতে পান। এরপর তারা ৯৯৯ এ ফোন করে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি বলেন, নিহত দুজনের শরীরেই জখমের চিহ্ন রয়েছে। আমরা ঘটনার রহস্য জানার চেষ্টা করছি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন ওই বাড়িতে মরিয়ম বেগম প্রায় ২০ বছর ধরে বাস করছেন। যে বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে, সেটির মালিক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের পরিবার। এ বিষয়ে সচিবের একান্ত সচিব (পিএস) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম গণমাধ্যমকে বলেন, বিমান সচিব শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন ৬৪৯ নম্বর হোল্ডিংয়ের বাবার বাড়ির চতুর্থ তলায় থাকেন। লাশ উদ্ধার হয়েছে বাড়ির বি-১ ফ্ল্যাট থেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম