মুন্সীগঞ্জে লঞ্চঘাটে দুই তরুণীকে পেটানোয় মামলা
যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির সময় থেমে থাকা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন বিশ্বাস মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি করেন। এতে মারধরকারী তরুণ নেহাল আহমেদ ওরফে জিহাদের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় যৌন নিপীড়ন, মারধর ও হুমকির অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় নেহাল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে। নেহাল মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, গত শুক্রবার ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এমভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চে দুই তরুণীকে সামনের অংশে উঠিয়ে বেল্ট দিয়ে পেটাচ্ছে তরুণ। সে সময় স্থানীয় লোকজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে উল্লাস করছিলেন।
