Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গাজীপুরে চাঁদাবাজি ছাত্র ও যুবদলের ১০ জন গ্রেফতার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এলাকার একটি এনজিও-র ম্যানেজারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ছাত্রদল, যুবদলের ১০ জনকে আটক করেছে যৌথবাহিনী। রোববার দুপুর আড়াইটার দিকে পোড়াবাড়ি-মাস্টারবাড়ি থেকে আটক করে কোমরে দড়ি বেঁধে তাদের থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, গাজীপুর মহনগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, মহানগর যুবদলের ইসমাইল হোসেন, মকবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, কবির হোসেন, শফিকুল ইসলাম, মহিউদ্দিন, শাহিন ভূইয়া, পলাশ হাওলাদার ও রেজাউল করিম। এদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার হংকং ফিলিং স্টেশনের বিপরীতে অবস্থিত সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামে একটি এনজিও-র অফিস রয়েছে। এর শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি যৌথবাহিনীকে জানানো হলে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিনসহ ১০ জনকে আটক করে থানায় সোপর্দ করে। সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে যুগান্তরকে জানান।

স্থানীয়রা আরও জানায়, সম্প্রতি মহানগরের পাড়া মহল্লায় চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখলের ঘটনা ঘটছে। বিষয়গুলো স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হলেও ওইসব ঘটনাতে বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকায় পুলিশের সদস্যরা তাদের বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম