সারা দেশে বিশেষ অভিযান, গ্রেফতার ১৮২১ জন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত ৯৯৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পরোয়ানাভুক্ত ৯৯৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য ঘটনায় ৮২৫ সহ মোট গ্রেফতার করা হয়েছে ১৮২১ জনকে। এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে-১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩১ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ২টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি কুড়াল। বিশেষ এ অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশ সদর দপ্তরের এ কর্মকর্তা।
