Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

অনলাইনে আ.লীগকে সংগঠিত করার পরিকল্পনা

সাবেক সংসদ সদস্য শামীমা ও প্রেস সচিব বিটু কারাগারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবেক সংসদ-সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার এবং সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী ওরফে বিটুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সরকারবিরোধী নানা কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পল্টন মডেল থানায় যুবদল নেতা মো. শামীম হত্যা মামলায় শামীমা শাহরিয়ারকে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আশরাফ সিদ্দিকী বিটুসহ তিনজনকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। কারাগারে পাঠানো অন্যরা হলেন-নবীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন সরকার এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক নেছার আহম্মেদ। এই দুজনকেও ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেফতার আশরাফ সিদ্দিকী ওরফে বিটু আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সঙ্গে জড়িত। তিনি ‘জয় বাংলা ব্রিগেডে’ সক্রিয়ভাবে যুক্ত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। এছাড়া আওয়ামী লীগকে সংগঠিত করতে অনলাইনে লিখালেখি করছিলেন। আর সাবেক সংসদ-সদস্য শামীমা আক্তার খানমও একই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন অনলাইন গ্রুপে অ্যাকটিভ থেকে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, আমরা তাদের সাম্প্রতিক ষড়যন্ত্রমূলক কার্যক্রমের ভিত্তিতে আইনের আওতায় এনেছি। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। অনলাইন মাধ্যমে তাদের কার্যক্রমসহ অন্যান্য বিষয় সামনে রেখে আমাদের তদন্ত কার্যক্রম চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম