Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

বিদেশে চিকিৎসায় নেওয়া যাবে ১৫ হাজার ডলার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদেশে চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রা নেওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে। আগে প্রতি রোগী বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে নিতে পারতেন। এখন সর্বোচ্চ ১৫ হাজার ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়া যাবে।

এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা জারির দিন থেকেই কার্যকর করা হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত সেদেশে চিকিৎসা নিতে ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে। ফলে অনেক রোগীই ভারতে চিকিৎসার জন্য যেতে পারছেন না। অথচ বাংলাদেশের রোগীদের একটি বড় অংশ ভারতে চিকিৎসা নিয়ে থাকেন। এখন সরকার ভারতের বিকল্প হিসাবে চীন ও থাইল্যান্ডে বাংলাদেশিদের সহজে ও কম খরচে চিকিৎসা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম