পাকিস্তানের হাইকমিশনার অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন। সোমবার একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে এ তথ্য।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার পাকিস্তানের হাইকমিশনার ছুটিতে ইসলামাবাদ গেছেন। তবে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, শলা-পরামর্শের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, পাকিস্তানের হাইকমিশনার রোববার ছুটিতে নিজ দেশে গেছেন। তাকে প্রত্যাহার করা হয়েছে কিনা জানতে চাইলে অপর একজন কর্মকর্তা বলেন, আমার জানা মতে প্রত্যাহার হয়নি। এদিকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক নারী কর্মকর্তার ছবিসহ ট্রল হচ্ছে।
