নারীবিষয়ক সংস্কার সুপারিশ ধর্মীয় মূল্যবোধবিরোধী: নারী অধিকার আন্দোলন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারীবিষয়ক সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জাতির আশা-আকাঙ্ক্ষার পরিপন্থি ও ধর্মীয় মূল্যবোধবিরোধী অনেক প্রস্তাব অন্তর্ভুক্ত করায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মান্নান। তিনি বলেন, নারী সংস্কার কমিশন মুসলিম পারিবারিক আইন সংস্কারসহ আরও কতিপয় সুপারিশ করেছে-যা নিয়ে দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার বিতর্কিত নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে নারী অধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন নারী অধিকার আন্দোলনের সভানেত্রী।
মানববন্ধনে বক্তৃতা করেন-নারী অধিকার আন্দোলনের সহসভানেত্রী ও লালমাটিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আফিফা মুশতারী, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান (অব.) অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম, আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স দ্য গামবিয়ার অধ্যাপক ড. আফরোজা বুলবুল, নারী অধিকার আন্দোলনের যুগ্ম সম্পাদক ও ইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ড. শারমিন ইসলাম, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রভাষক ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ প্রমুখ।
