গাজীপুর পাসপোর্ট কার্যালয়
দালালদের টাকা দিলে দ্রুত কাজ হয়, নয়তো ভোগান্তি
মোহাম্মদ মোরশেদ আলম, গাজীপুর
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম্যে ভোগান্তির শিকার হচ্ছেন পাসপোর্ট করতে আসা লোকজন। সেবাগ্রহিতাদের দাবি, নিজেরা পাসপোর্টের আবেদন করলে বিভিন্ন অজুহাতে হয়রানি করা হয় কিন্তু দালালের মাধ্যমে করলে সবকিছু চোখের পলকে হয়ে যায়। এর জন্য দালালদের দিতে হয় দেড় থেকে দুই হাজার টাকা।
বিদেশে কাজ করতে যাওয়ার জন্য গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসেছেন কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাথ গ্রামের যুবক মো. আরিফুল ইসলাম তিনি বলেন, সকাল ৯টায় এসে লাইনে দাঁড়িয়েছি আঙুলের ছাপ আর ছবি তোলার জন্য। সেই লাইন যেন আর শেষ হয় না। সাড়ে চার ঘণ্টা পর বেলা দেড়টার সময় কাজ শেষ করে বাড়ি ফিরছি। অথচ যারা দালালকে টাকা দিয়েছে তারা এসেই ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কাজ শেষ করে চলে যাচ্ছে।
জয়দেবপুর-ঢাকা সড়কের পালের মাঠ এলাকায় জেলা পাসপোর্ট কার্যালয়ের নতুন ভবন নির্মাণের পর ২০২৪ সালের জানুয়ারি মাসে উদ্ভোধন করা হয়। সেখানেই এখন পাসপোর্টের কাযক্রম চলছে। ওই অফিসের সামনের সড়কের দুইপাশে ছোট ছোট ৩০ থেকে ৩৫টি দোকান গড়ে উঠেছে। কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ফজলে হাসান নামে এক যুবক বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টের বয়স বাড়াতে চায়। এজন্য জাতীয় পরিচয় পত্র সংশোধনসহ বেশ কিছু কাজ করতে হবে। এতে কয়েক মাস সময় প্রয়োজন। তবে পাসপোর্ট অফিসের পাশে গড়ে ওঠা কম্পিউটার দোকান ও দালালদের মাধ্যমে সেটি ৭ দিনেও করা সম্ভব। এজন্য প্রয়োজন অতিরিক্ত টাকা। এটি যাচাই করতে পরিচয় লুকিয়ে গাজীপুর পাসপোর্টের আঞ্চলিক কার্যালয়ে সামনে অবস্থান করলেই মেলে সত্যতা।
মাসুম নামের এক দালাল বললেন সামনের বিসমিল্লাহ কম্পিউটারে গিয়ে আমার কথা বলেন কাজ হয়ে যাবে। তার কথার সূত্র ধরে ওই কম্পিউটারের দোকানে গিয়ে মাসুমের পরিচয় দিতেই চেয়ারে বসতে দিলেন। ওই কম্পিউটার দোকানে থাকা মো. জনি বললেন মাসুম আমাদেরই লোক। পরে এক বছর বয়স বাড়ানো যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই যাবে, তবে টাকা খরচ করতে হবে। ভোটার আইডি কার্ডের বয়স ও পাসপোর্টে বয়স বাড়িয়ে দিতে ৩২ হাজার টাকা লাগবে। অর্ধেক টাকা অগ্রিম দেবেন ১ মাসের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। জনি আরও বলেন আরও ২ হাজার বাড়িয়ে দিলে ১৫ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন।
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক নাসরিন পারভিন বলেন, গত কয়েক দিন ধরে পাসপোর্ট সেবা গ্রহিতাদের চাপ অনেক বেড়ে যাওয়ায় কিছুটা সময় লাগতে পারে তবে ২-৩ ঘণ্টা সময় লাগার কথা নয়। দালালদের দৌরাত্ম্য আগে হতে পারে তবে আমি এখানে আসার পর কোন অবস্থাতেই দালালদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছি না।
