আজ ও ২৪ মে সব অফিস খোলা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আজ সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। সকাল ৯টা থেকে সচিবালয়সহ উল্লিখিত সব ধরনের অফিস খোলা থাকবে। সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসারে অধস্তন আদালতও খোলা থাকবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই ছুটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রস্তাবে বলা হয়েছে, যেহেতু ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ঈদুল আজহার ছুটি থাকছে, সেহেতু আগাম ডিউটি হিসাবে ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে। সরকারি কার্যক্রমে নির্বাহী আদেশে দেওয়া ছুটি যাতে কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
