Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ঢাবি ছাত্র সাম্য হত্যা

গ্রেফতার তিনজন ৬ দিনের রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন ও ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার তিনজনকে ৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে চার্জশিট দিয়ে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সাম্যের স্মরণে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্যের সামনে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। শনিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা গ্রেফতার তিনজনকে ৬ দিনের রিমান্ড আদেশ দেন। তারা হলেন-মাদারীপুর সদর উপজেলার এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার, কালাম সরদারের ছেলে পলাশ সরদার ও ডাসার উপজেলার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)। এর আগে, গত বৃহস্পতিবার গ্রেফতার তিনজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তৌফিক হাসান। ওইদিন রিমান্ড আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শনিবার পুনরায় শুনানি শেষে আদালত তাদের রিমান্ডে পাঠান।

এদিকে শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, তদন্ত একটি জটিল কাজ। গভীর রাতে এ ঘটনা ঘটেছে। যারা জড়িত, তারা আহত ছিল। বিভিন্ন হাসপাতাল থেকে আমরা তাদের আটক করেছি। তাদের আদালত রিমান্ড দিয়েছেন। আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে এই ঘটনা উদঘাটিত হবে। পরবর্তী কার্যক্রম সাতদিনে শেষ করে আমরা পুলিশের তরফ থেকে একটি পূর্ণাঙ্গ ব্রিফ করার চেষ্টা করব। আমাদের আন্তরিকতার কমতি নেই। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম অনেক দূর এগিয়েছি। এ সময় রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে আমরা শুধু তাদের নিয়েই বসে নেই। আমরা সব অ্যাঙ্গেল থেকেই কাজ করছি। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ এবং গ্রেফতারদের আমরা যখন রিমান্ডে পাব তাদের থেকে পাওয়া তথ্য নিয়ে নিবিড়ভাবে বিষয়টি খুঁটিয়ে দেখব। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাম্য হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপগুলো জানান। তিনি বলেন, সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় নিজস্ব তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি সোমবার প্রতিবেদন জমা দেবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম