Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পাকিস্তানে হামলা নিয়ে ভারতে গৃহদাহ

কয়টা বিমান ধ্বংস হয়েছে জানতে চান রাহুল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মড়ার উপর খাঁড়ার ঘা! বাঘের মতো গর্জে উঠে দিনশেষে বিড়ালের মতো লেজগুটিয়ে যুদ্ধবিরতিতে এমনিতেই ম্লান হয়ে গেছে মোদি-ম্যাজিকের কারিশমা। ভারতজুড়ে ভয়ংকর ‘প্রতিশোধ’র যে জোয়ার তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস্তবে তার ফল হয়েছে উল্টো। বিজয়োল্লাসের বদলে ভাঙচুর-অসন্তোষ-গৃহদাহের আগুনে পুড়ছে মোদির ‘উগ্র গেরুয়া রাজনীতি’। শনিবার সেই আগুনেই নতুন করে ঘি ঢাললেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। নিজের ভেরিফায়েড সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে, পাকিস্তানের পালটা হামলায় কতগুলো বিমান হারিয়েছে ভারতের বিমানবাহিনী সেই হিসাব চেয়েছেন রাহুল। একই পোস্টেই হামলার আগে কে জানিয়েছিল পাকিস্তানকে? কেন জানিয়েছিল- সেই জবাবও চেয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

‘অপারেশন সিঁদুর’ চালানোর আগে পাকিস্তানকে জানানো হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রীর ‘স্বীকারোক্তির’ পর প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, হামলার আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে। তিনি ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেছেন, আগে জানানোর কারণে পাকিস্তান কয়টা বিমান ধ্বংস করেছে। এক্সে রাহুল লিখেছেন, ‘হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে। কে এর অনুমোদন দিয়েছেন। এর কারণে আমাদের বিমানবাহিনী কতগুলো বিমান হারিয়েছে?’

রাহুল গান্ধী জয়শঙ্করের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, পাকিস্তানে ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলার আগে পাকিস্তানকে অবহিত করা হয়। তিনি বলেন, ‘অপারেশনের শুরুতে, আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে বলি, ‘আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং আমরা পাক সেনাদের কিছু হামলা চালাব না। এতে পাক সেনাদের দূরে থাকার এবং জড়িত না হওয়ার সুযোগ ছিল। কিন্তু তারা আমাদের এই ভালো পরামর্শ না নেওয়াকে বেছে নেয়।’ তবে ভারতের সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দাবি করেছে, জয়শঙ্কর পাকিস্তানকে হামলার আগে হামলা সম্পর্কে জানানো হয়েছে, এমন কিছু বলেননি। তার কথা ভুলভাবে প্রচারিত হচ্ছে। তবে ভিডিওতে জয়শঙ্করকে স্পষ্টভাবে বলতে শোনা যাচ্ছে, পাকিস্তানকে তারা এ ব্যাপারে আগেই জানিয়েছেন। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার বক্তব্য প্রত্যাখ্যান করেনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম