Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পারভেজের সেঞ্চুরিতে শারজায় বাংলাদেশের প্রথম জয়

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর দেশের দ্বিতীয় ব্যাটার হিসাবে টি ২০ তে পেয়ে যান সেঞ্চুরিও। পারভেজ গড়েছেন এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও। শনিবার শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি ২০ তে পারভেজের প্রাপ্তির দিনে ১৩ ছক্কার ম্যাচে বাংলাদেশ করতে পারে সাত উইকেটে ১৯১ রান। জবাবে স্বাগতিক সংযুক্ত আরব অমিরাত দুর্দান্ত শুরু করলেও বড় লক্ষ্যে শেষের হিসাব মেলাতে পারেনি। শেষ দশ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। শারজায় প্রথমবার টি ২০ তে ২৭ রানের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল।

১৯২ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের ভালোই পরীক্ষা নিয়েছে স্বাগতিকরা। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম (৩৯ বলে ৫৪), রাহুল চোপড়া (২২ বলে ৩৫) ও আসিফ খানের (২১ বলে ৪২) ব্যাটিংয়ে জয়ের আশা দেখছিল তারা। তবে হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান নিজেদের শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের আটকে দেন। সংযুক্ত আরব আমিরাত ১৬৪ রানে অলআউট হয়। হাসান মাহমুদ তিনটি উইকেট নেন। কিপটে বোলিংয়ে মোস্তাফিজ ১৭ রান দিয়ে নেন দুই উইকেট। শেষ ম্যাচে তিনি খেলবেন না, যাবেন আইপিএল খেলতে। দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসানও। সহ-অধিনায়ক মেহেদী খরুচে বোলিংয়ে দেন ৫৫ রান।

তিনদিন ধরে বিমানবন্দরে আটকা থাকা দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা সঙ্গত কারণেই একাদশে ছিলেন না। অধিনায়ক হিসাবে লিটন দাসের নতুন যাত্রার ম্যাচে টস হেরে ব্যাটিং পায় সফরকারীরা। দারুণ ব্যাটিং সহায়ক উইকেটেও একমাত্র পারভেজ ছাড়া কেউই বলার মতো কিছু করতে পারেননি। এক প্রান্তে ধারাবাহিক উইকেট হারাতে থাকলেও অন্য প্রান্তে পারভেজের আক্রমণাত্মক ব্যাটিং থামেনি।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশকে পথ দেখান তিনি। অন্য দিকে সংযুক্ত আরব আমিরাতের হয়ে লড়াই করেন মুহাম্মদ জাওয়াদউল্লাহ। পারভেজকে ফিরিয়ে তিনি ইনিংসে নেন চার উইকেট। এই বাঁ-হাতি পেসারের বলে লাইন মিস করেন বাঁ-হাতি ওপেনার। এলোমেলো হয়ে যায় স্টাম্প। শেষ হয় পারভেজের দারুণ ইনিংস। তার আগে ৫৪ বলে নয় ছক্কা ও পাঁচ চারে পারভেজ করেন ১০০ রান। তার বিদায়ের পর ২০তম ওভারে ছয় রান নিতে পারে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটি হয় ওয়াইড।

এই সেঞ্চুরিতে দীর্ঘ অপেক্ষার পর সঙ্গী পেলেন তামিম ইকবাল। মাতিউল্লাহ খানের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন পারভেজ। এই পেসারের ‘নো’ বলের কল্যাণেই বেঁচে গিয়েছিলেন তিনি। ৫৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন পারভেজ। তামিম তিন অঙ্ক ছুঁয়েছিলেন ৬০ বলে, ওমানের বিপক্ষে ২০১৬ টি ২০ বিশ্বকাপে। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করতে পারেন তাওহিদ হৃদয়। এছাড়া দুই অঙ্কে পৌঁছান জাকের আলী অনিক (১৩), লিটন দাস (১১) ও তানজিদ হাসান তামিম (১০)। এই ম্যাচে বাংলাদেশ পেয়েছে নিজেদের সর্বোচ্চ ১৩ ছক্কা। এর আগে কোনো ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা ছিল ১২টি, ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম