নারায়গঞ্জে সাংবাদিক জিসানের মুক্তির দাবি গণমাধ্যম কর্মীদের
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলায় জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের মুক্তির দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। রোববার বেলা সোয়া ১১টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় ১২ মে রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেফতান হন অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’র প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান। একই মামলায় গ্রেফতার জিসানের বাবা এবং চাচাও এখন কারাগারে।
‘সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের সময় বাধা দেওয়ার মামলায় জিসান, ফুড ব্লগার মিথুনসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। অথচ ওইদিন সেখানে তারা ছিলই না। মামলা এন্ট্রি হবার সঙ্গে সঙ্গেই পুলিশ তাদের গ্রেফতার করে। আমরা গণমাধ্যমকর্মীরা খোঁজ নিয়ে জেনেছি, বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত শহীদনগর এলাকার শাকিল নামে এক ব্যক্তি মামলা বাণিজ্য করার জন্য তাদের নামগুলো মামলায় যুক্ত করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতি শিপলু প্রমুখ।
