Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আরব আমিরাতের কাছেও হারল বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম (৫৯)। মাঝে দলকে টানেন তাওহিদ হৃদয় (৪৫) এবং শেষে জাকের আলীর (১৮) ঝড়ে বাংলাদেশ টি ২০ ক্রিকেটে সপ্তমবারের মতো ২০০ রান পার করে। সোমবার শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাঁচ উইকেটে সফরকারীদের স্কোর দাঁড়ায় ২০৫ রান। রানপ্রসবা উইকেটে বড় স্কোর করেও জিততে পারেননি লিটন দাসরা। এলোমেলো বোলিং, বাজে ফিল্ডিং ও বারবার ভুল বোঝাবুঝির খেসারত দিতে হলো বাংলাদেশকে। ২০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এক বল হাতে রেখেই দুই উইকেটের অবিস্মরণীয় জয় তুলে নেয় আরব আমিরাত। দুইশ’র বেশি রান লক্ষ্য দিয়ে এটাই বাংলাদেশের প্রথম হার। দুই ম্যাচের সিরিজটি কালই হয়ে গেছে তিন। এই জয়ে আরব আমিরাত ১-১ এ সিরিজে সমতায় ফেরাল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল। এরপরই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। জয়ের জন্য শেষ দুই ওভারে স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। ১৯তম ওভারে ওভারথ্রো চারসহ শরীফুল ইসলাম দেন ১৭! তানজিম হাসান সাকিবের শেষ ওভারে দরকার ছিল ১২। প্রথম বলে ওয়াইড, একটি সিঙ্গেলের পর ছক্কা মারলে স্বাগতিকদের চার বলে প্রয়োজন হয় চার রান। এরপর একটি উইকেট হারালেও জয়ের বন্দরে পৌঁছাতে সমস্যা হয়নি স্বাগতিকদের। পঞ্চম বলে তাওহিদ হৃদয় বাউন্ডারির কাছাকাছি জায়গায় বল ধরেও অবিশ্বাস্যভাবে থ্রো না করায় ডাবল নিয়ে ফেলেন হায়দার আলী ও মতিউল্লাহ খান। এক বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যান তারা। তার আগে অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের ৪২ বলে ৮২ রানের টর্নেডো ইনিংস এবং মুহাম্মদ জোহাইবের ৩৮ রানে লক্ষ্যটা সহজ করে ফেলে স্বাগতিকরা। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ছাড়া বাকি সবাই ছিলেন খরুচে। দুটি করে উইকেট নেন শরীফুল, নাহিদ রানা ও রিশাদ। একটি করে উইকেট পান তানভির ইসলাম ও তানজিম হাসান।

টস হেরে দ্বিতীয় টি ২০ ম্যাচেও ব্যাটিং পায় বাংলাদেশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন কুঁচকিতে ব্যথা পাওয়ায় সতর্কতার কারণে কাল তাকে খেলানো হয়নি। পারভেজের অভাব বুঝতে দেননি আরেক বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান তামিম। শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে দেন। অপরপ্রান্তে অধিনায়ক লিটন দেখেশুনে শুরু করেন। ৩৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তানজিদ। তাকে ফিরিয়ে বাংলাদেশের ৯০ রানের ওপেনিং জুটি ভাঙেন সাঘির খান। তানজিদের ইনিংসে ছিল তিন ছক্কা ও আট চার। ওপেনিংয়ে ফিরে অনেকটা সময় ক্রিজে থাকলেও খুব একটা স্বচ্ছন্দে ছিলেন না লিটন। টাইমিং করতে ভোগেন বেশির ভাগ সময়। ৪০ রান করতে বাংলাদেশ অধিনায়ক খেলেন ৩২ বল। এরপর ওয়ানডাউনে পারভেজ হোসেনের জায়গায় সুযোগ পেয়ে নাজমুল হোসেন শান্ত ভালো শুরু করেও ১৯ বলে করেন ২৭ রান। এরপর তাওহিদ হৃদয় ও জাকের আলীর ঝড়ো ব্যাটিং বাংলাদেশের ইনিংস ২০০ পার করায়। হৃদয় ২৪ বলে করেন ৪৫ রান। মাত্র ছয় বলে ১৮ রানের টর্নেডো ইনিংস খেলেন জাকের।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ২০৫/৫, ২০ ওভারে (তানজিদ হাসান ৫৯, লিটন দাস ৪০, নাজমুল হোসেন ২৭, তাওহিদ হৃদয় ৪৫, জাকের আলী ১৮, শামীম হোসেন ৬*। জাওয়াদউল্লাহ ৩/৪৫, সাঘির ২/৩৬)।-২, ওয়াসিম ২-০-২২-০)। সংযুক্ত আরব আমিরাত ২০৬/৮, ১৯.৫ ওভারে (জোহাইব ৩৮, ওয়াসিম ৮২, আসিফ ১৯, শারাফু ১৩, হায়দার ১৫*। শরীফুল ২/৩৪, তানভির ইসলাম ১/৩৭, তানজিম হাসান ১/৫৫, নাহিদ ২/৫০, রিশাদ হোসেন ২/২৮)। ফল : সংযুক্ত আরব আমিরাত ২ উইকেটে জয়ী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম