দোহারে জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার চুরি
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার দোহারে জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার, বাড়ির দলিলপত্র ও নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় মো. উসমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সেলিনা আক্তার বলেন, মধ্যরাতে কোনো একসময় তার ঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে আলমারি ভেঙে স্বর্ণালংকার, বাড়ির দলিল ও জমি কেনার টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় ওসি মো. রেজাউল করিম বলেন, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
