সিপিডির সম্মেলনে বক্তারা
বেকারত্ব নিরসনে জরুরি শিক্ষার আধুনিকায়ন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের উচ্চশিক্ষা শ্রমবাজারের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কর্মমুখী শিক্ষার অভাবেই বাড়ছে বেকারত্ব। আর জুলাই আন্দোলনের মূলেও ছিল বেকারত্ব। এ অবস্থার উত্তরণে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি গবেষণায় গুরুত্ব বাড়াতে হবে। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিডিপি) আয়োজিত দিনব্যাপী সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
সম্মেলনের আলোচ্য বিষয় ছিল যুবদের সংস্কার ভাবনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানের দুটি অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মঞ্জুর। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র গবেষণা সহযোগী ফখরুদ্দীন আল কবির।
এম সাখাওয়াত হোসেন বলেন, আমি সম্প্রতি যশোরে গিয়ে এমএ পাশ করা পাঁচজন তরুণকে পিঠা বানাতে দেখেছি। তারা জানালো, চাকরি না পেয়ে পিঠার ফ্যাক্টরি করেছে। ভবিষ্যতে একে রপ্তানিমুখী করতে চায়। তার মতে, যুক্তরাষ্ট্রে গিয়েও মানুষ ট্যাক্সি চালায় বা রেস্টুরেন্টে কাজ করে। কিন্তু বাংলাদেশে এমন কাজ করলে সামাজিক বাধা আসে। তিনি বলেন, সরকারি চাকরিই একমাত্র গন্তব্য এই ধারণা ভাঙতে হবে। একটি কারিগরি স্কিল দিয়ে ছোট একটি উদ্যোগ শুরু করলেও সম্মানজনক কর্মসংস্থান সম্ভব। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ আরও বেশি প্রয়োজন।
ড. ফাহমিদা খাতুন বলেন, কর্মসংস্থান দেশের যুবকদের অন্যতম সমস্যা। দেশে যে জুলাই অভ্যুত্থান হয়েছে, তার অন্যতম কারণ ছিল কর্মসংস্থানের অভাব। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা শ্রমবাজারের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। তার মতে, বিশ্ববিদ্যালয়ে যা শেখানো হচ্ছে, তার বাস্তব প্রয়োগ নেই, বাজারেও চাহিদা নেই। ফলে যত বেশি শিক্ষিত হচ্ছে, তত বেকারত্ব বাড়ছে। তিনি বলেন, যুব সমাজকে চাকরির প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে নতুন নিরীক্ষার দিকে যেতে হবে। বিসিএস কিংবা একটি নির্দিষ্ট সরকারি চাকরি পাওয়ার স্বপ্নে আটকে না থেকে নিজস্ব দক্ষতা ও আগ্রহকে কাজে লাগিয়ে বিকল্প পথ খুঁজে বের করতে হবে।
