Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মোহাম্মদপুরে চালককে হাতুড়িপেটা করে অটোরিকশা ছিনতাই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেইট এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালককে হাতুড়িপেটা করে নগদ টাকাসহ রিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ভুক্তভোগী চালকের নাম মো. কবির মিয়া (৪৩)। বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে চালককে উদ্ধার করে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসা শেষে স্বজনরা তাকে বাসায় নিয়ে যান।

হাসপাতালে আহতের ছেলে সাব্বির মিয়া বলেন, ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় এক যাত্রী কলাবাগানে নামেন। আরেক যাত্রী কলেজগেইট গিয়ে থামাতে বলেন। এ সময় সেখানে কয়েকজন ছিনতাইকারী তাকে ধরে একটি পিকআপের ওপর তুলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তার কাছে থাকা প্রায় হাজারখানেক টাকা নিয়ে নেয়। তার মোবাইল ফোন ও রিকশার ব্যাটারি খুলে নিয়ে তাকে নামিয়ে দেয়। পরে অটোরিকশাটি নিয়ে যায়। জানা গেছে, কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে কবির।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম