ঈদুল আজহা উপলক্ষ্যে মহোৎসব
যমুনা ফিউচার পার্কে ‘ঈদ বাজার’ শুরু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঈদুল আজহা উপলক্ষ্যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে সিগনেচার উৎসব ‘ঈদ বাজার’ শুরু হয়েছে। যেখানে একই ছাদের নিচে দেশি-বিদেশি ১৫শ বেশি ব্র্যান্ড থেকে ক্রেতারা পণ্য কিনতে পারবেন। পাশাপাশি ফুড কোর্টে বাহারি খাবারের আয়োজন যোগ করেছে ভিন্ন মাত্রা। সঙ্গে ব্লক বাস্টার সিনেমাস ও প্লেয়ার্স ক্লাবে আনন্দে মাততে রাখা হয়েছে নানা আয়োজন। এছাড়া দেশি-বিদেশি ৫০ হাজারের বেশি পণ্য ও সেবা সরবরাহ করবে হোলসেল ক্লাব। সব মিলে আসন্ন ঈদুল আজহা ঘিরে এক মহোৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. আলমগীর আলম বলেন, পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই আমরা ‘ঈদ বাজার’ আয়োজন করেছি। কেনাকাটা থেকে শুরু করে খাবার ও বিনোদন এই উৎসবে রয়েছে সবার জন্য আনন্দ ও উদ্যাপনের পূর্ণতা। ক্রেতা সাধারণের উদ্দেশে তিনি বলেন, এই ঈদে আপনার একক গন্তব্য হোক যমুনা ফিউচার পার্ক। যেখানে প্রতিটি মুহূর্তে থাকছে ঈদ উৎসবের ছোঁয়া।
শপিংমলের হুর ফ্যাশনের শপ ম্যানেজার রাজিব হোসেন বলেন, ঈদ উপলক্ষ্যে এখন পর্যন্ত নতুন পাঁচটি কালেকশন এসেছে। প্রতি সপ্তাহে আরও নতুন নতুন কালেকশন আসবে। ক্রেতারা আসতে শুরু করেছেন। দিন যত যাবে ক্রেতার ভিড় বাড়বে।
শপিংমলে নতুন বাজার থেকে আসা মো. নাসরিন বলেন, যমুনা ফিউচার পার্ক আমার পছন্দের শীর্ষে। কারণ এখানে নামি-দামি সব ব্র্যান্ড একসঙ্গে পাওয়া যায়। এখানে কেনাকাটার সঙ্গে বন্ধুদের নিয়ে ফুড কোর্টে বাহারি খাবারের স্বাদ নিতে নিতে জমিয়ে আড্ডা দেওয়া যায়। সঙ্গে সিনেমা দেখা বিনোদনের আরেক মাত্রা যোগ করে। সুবিশাল পরিসরে সব মিলে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে স্বস্তি পাওয়া যায়। যা অন্য কোনো জায়গায় নেই। অঞ্জন’স আউটলেটের ম্যানেজার তসলিমা ফেরদৌস বলেন, ঈদ উপলক্ষ্যে এখন পর্যন্ত ১৫টি নতুন ডিজাইনের থ্রিপিস, ১০ ধরনের পাঞ্জাবি, ২০ ধরনের শাড়ি ও ১০ ধরনের শিশুদের পোশাক তোলা হয়েছে। প্রতি সপ্তহে আরও নতুন নতুন কালেকশন যোগ হবে।
বিশ্বরঙ-এর আউটলেট ম্যানেজার মো. মাহফুজুর রহমান বলেন, ঈদ উপলক্ষ্যে ৭০ শতাংশ ফ্লাট সেল চলছে। ক্রেতা সাধারণ ইতোমধ্যে কেনাকাটা করতে আসছেন। শুক্রবার ছুটির দিন থেকে ভিড় বাড়বে বলে আশা করছি।
শপিংমলে গুলশান-১ থেকে আশা নায়না বলেন, যমুনা ফিউচার পার্কে সুবিশাল পরিসরে কেনাকাটায় কোনো ক্লান্তি হয় না। এক ছাদের নিচে সব ব্র্যান্ড আছে। শুধু পোশাক নয়, লাইফ স্টাইলের সব কিছু পাওয়া যায় এখানে।
শপিংমল কর্তৃপক্ষ জানায়, ঈদের কেনাকাটার সেরা গন্তব্য হিসাবে যমুনা ফিউচার পার্কে ১৫শ’র বেশি দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড নিয়ে এবারের ঈদ বাজার সাজানো হয়েছে। যেখানে থাকছে ঐতিহ্যবাহী পোশাক, ডিজাইনার কালেকশন, ইলেকট্রনিক্স, এক্সেসরিজ, জুতা, পারফিউম, হোম ডেকরসহ আরও অনেক কিছু। ফ্যাশন, লাইফস্টাইল এবং টেক ক্যাটাগরিতে থাকছে বিশেষ ঈদ ছাড়, এক্সক্লুসিভ লঞ্চ এবং আকর্ষণীয় বান্ডেল অফার। এছাড়া বিকাশ, নগদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংক কার্ডে থাকছে বিশেষ ক্যাশব্যাক ও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার। যা ঈদের কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক। ঈদের ছুটিতে শপিংমলের ফিউচার ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্কে থাকছে নানা রকমের রোমাঞ্চকর রাইড ও ভার্চুয়াল রিয়েলিটি গেম। পাশাপাশি প্লেয়ারস ক্লাবে উপভোগ করতে পারবেন বোলিং, বিলিয়ার্ডস এবং ক্যারাওকে, আর ব্লকবাস্টার সিনেমাসে বিশ্বের সেরা প্রযুক্তির মাধ্যমে দেখতে পাবেন সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সব সিনেমা।
