প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রধান বিচারপতির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠকে করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কী বিষয়ে বৈঠকটি হয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। একাধিক সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির আলোচনা হয়েছে।
