দুর্বল ৬টি ব্যাংক একীভূত করা হবে : গভর্নর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, নানা অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির কারণে দুর্বল হয়ে পড়া ছয়টি ব্যাংককে একীভূত করে সাময়িকভাবে সরকারের মালিকানায় নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী জুলাইয়ের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সোমবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।
গভর্নর বলেন, যে ছয়টি ব্যাংক একীভূত করা হবে সেগুলো জালিয়াতির কারণে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, আমরা আশা করছি জুলাইয়ের মধ্যে এই ছয়টি ব্যাংক সরকারের অধীনে এনে প্রয়োজনীয় মূলধন জোগান দিতে পারব। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে তাদের তারল্য সহায়তা দিয়েছে।
গভর্নর আরও বলেন, সরকার এসব ব্যাংকের মালিক সাময়িকভাবে থাকবে। পরবর্তী সময়ে ব্যাংকগুলোর পুনর্গঠন শেষে সাধারণ বিনিয়োগকারীদের ও আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার হস্তান্তর করা হবে। ড. আহসান এইচ মনসুর বলেন, যেসব ব্যাংকের মূলধনের ঘাটতি রয়েছে, সেসব ব্যাংককে আগামী চার বছরের মধ্যে সাড়ে ১২ শতাংশ থেকে ১৫ শতাংশে মূলধন উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ব্যাংকগুলোর মধ্যে পাঁচটি ব্যাংক ছিল আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। বাকি একটি ব্যাংক পরিচালনায় ছিলেন নাসা গ্রুপের কর্ণধাররা।
