পাঁচ দেশে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিদেশে বাংলাদেশের আমের বিপুল চাহিদা রয়েছে। আম রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে। বুধবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আম রপ্তানি উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্র, জার্মানি, সৌদি আরব, কাতার ও বাহরাইন-এ পাঁচটি দেশে ১৩ টন আমের চালান পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা। এদিকে একই দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বাজারে আম রপ্তানি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আমের রপ্তানি এবার ১০ গুণ বাড়বে এমন প্রত্যাশার কথা জানিয়ে বলেন, এতে আম চাষিরা পর্যাপ্ত দাম পাবেন। কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনের অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা আরও বলেন, আমের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়াতে প্রকল্পের মাধ্যমে আম উৎপাদন করা হচ্ছে। আম চাষিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে কৃষি প্রণোদনা দেওয়া হবে। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম উপস্থিত ছিলেন। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এ আমগুলো আজ চীনের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। সেটা আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বের জন্য সম্ভব হয়েছে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই পদক্ষেপ বাণিজ্যের ভারসাম্য উন্নতির পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ‘উইন-উইন’ অবস্থার সৃষ্টি করবে। আমি আশা করি, বাংলাদেশি আম চীনা ভোক্তাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাবে এবং ভবিষ্যতে আরও অনেক উচ্চমানের বাংলাদেশি কৃষিপণ্য চীনের বাজারে প্রবেশ করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও সিইও আনোয়ার হোসাইন।
