Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পরকীয়ার জের

পল্লবীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন ও মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মিরপুরে এক দম্পতিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তারা হলেন-নাজমুল হাসান পাপ্পু ও তার স্ত্রী দোলনা আক্তার দোলা। বুধবার দুপুর ২টার দিকে মিরপুর ১১ নম্বরের বি ব্লকের ১ নম্বর রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে পরকীয়া প্রেমিক গাউস মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

নিহত দোলা আক্তার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ও নাজমুল হোসেন পাপ্পু একটি মেডিসিন কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসাবে চাকরি করতেন। দোলার বাড়ি বরগুনা সদর উপজেলায়। আর ঘাতক গাউসের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।

পুলিশ জানায়, ভুক্তভোগী দোলা তার স্বামী নাজমুল হোসেন পাপ্পর সঙ্গে মিরপুর ১১ নম্বরের ওই বাড়িতে ৫ তলায় সাবলেট হিসাবে ভাড়া থাকতেন। দোলার পরকীয়া প্রেমিক গাউস মিয়া মিরপুর এলাকার বাসিন্দা। কিছুদিন আগে গাউস মিয়া প্রবাস জীবন শেষ করে মিরপুর ১১ নম্বরে স্থায়ী হন। ঘটনার সময় স্বামী ও স্ত্রীকে ফ্ল্যাটে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, এ ঘটনায় গাউস মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে খুন করার কথা স্বীকার করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম