Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রাজধানীতে ৬ হত্যা

নেপথ্যে পরকীয়ার জের-দায় স্বীকার জড়িতদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীতে মঙ্গলবার বিকাল থেকে বুধবার রাত পর্যন্ত পৃথক স্থানে ছয় খুনের ঘটনা ঘটেছে। পরকীয়া ও পারিবারিক কলহের জেরে এসব ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে দক্ষিণখানে দুই গৃহবধূ সিমা আক্তার ও শিল্পী আক্তার খুনের ঘটনায় তাদের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কারণে হত্যার কথা স্বীকার করেছেন তারা। কমলাপুরে আবাসিক হোটেলে পরকীয়ার জেরে খুন হন সুমি রানী রায়। খুনের সঙ্গে জড়িত ব্যক্তি পুলিশের নজরদারিতে রয়েছেন।

মিরপুরে দম্পতি খুনের নেপথ্যেও রয়েছে স্ত্রীর পরকীয়া। বিয়ের বিষয়টি গোপন রেখে প্রবাসী প্রেমিকের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি এ খুন করেন। এছাড়া, পড়াশোনা শেষে চাকরি না পাওয়ায় হতাশা থেকে বাগ্বিতণ্ডার মতো তুচ্ছ ঘটনায় মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। পুলিশ ও স্বজন সূত্রে এসব তথ্য জানা গেছে।

পারিবারিক কলহে দক্ষিণখানে দুই স্ত্রী খুন : পারিবারিক কলহের জেরে রাজধানীর দক্ষিণখানে এক দিনের ব্যবধানে পৃথক ঘটনায় দুই নারী তাদের স্বামীর হাতে খুন হয়েছেন। পৃথক হত্যার ঘটনায় দুই স্বামী গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা। এর আগে বুধবার দুপুরে আশকোনা পানির পাম্পসংলগ্ন সড়কে সীমা আক্তার নামে এক নারীকে তার স্বামী দুলন মিয়া গলা কেটে হত্যা করেন। এরপর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এর আগে মঙ্গলবার একই এলাকায় শিল্পী আক্তার নামের এক গার্মেন্টস শ্রমিককেও তার স্বামী গলা কেটে হত্যা করেন। হত্যায় ব্যবহৃত ছ–রিটি জব্দ করা হয়েছে।

পরকীয়ার জেরে কমলাপুরে খুন : বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে কমলাপুরের আবাসিক হোটেলে খুনের শিকার হন সুমি রানী রায়। পুলিশ জানিয়েছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর তার সঙ্গে থাকা যুবক পালিয়ে যায়। তবে তিনি বর্তমানে নজরদারিতে রয়েছেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, পরকীয়ার জেরে ওই নারীকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এক বছর ধরে তিনি ঘাতকের সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে ছিলেন। ঘটনার আগের দিন স্বামী স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেছিলেন। হত্যার পর ওই ব্যক্তি পালিয়ে যান।

স্ত্রীর পরকীয়ায় মিরপুরে খুনের ঘটনা : স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীকে হত্যা করেছে সাবেক প্রেমিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছেন প্রেমিক গাউস। খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।

বুধবার বিকাল সোয়া ৪টার দিকে মিরপুর-১১-এর বি ব্লকের ৩৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে পাপ্পু ও তার স্ত্রী দোলন আক্তার দোলাকে খুনের ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক গাউসকে গ্রেফতার করা হয়েছে।

রূপনগরে বাগ্বিতণ্ডায় মাকে খুন : মিরপুরের রূপনগরে পড়াশোনা শেষে চাকরি না পাওয়ার হতাশা থেকে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্বিতণ্ডায় মাকে খুনের ঘটনা ঘটেছে। গ্রেফতার ছেলেকে জিজ্ঞাসাবাদে পুলিশ বিষয়টি এ তথ্য জানতে পেরেছে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাম্মেল বলেন, নিহত নারীর ছেলে রোমান কম্পিউটার সাইন্সে পড়াশোনা শেষ করেছেন। চাকরি না পাওয়া থেকে তার মধ্যে হতাশা কাজ করছিল। মায়ের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বঁটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে। বুধবার রাতে রূপনগর থানাধীন আরামবাগ এলাকায় রাশেদা খাতুন হিরনকে বঁটি দিয়ে কুপিয়ে খুন করেন তার ছেলে। আরামবাগের ৮ নম্বর রোডের এফ ব্লকের ২১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। রাশেদা খাতুন মিল্কভিটা দুগ্ধ কারখানায় সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন। ঘটনার পর ছেলে রোমানকে গ্রেফতার করেছে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম