Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কমল জ্বালানি তেলের দাম

অকটেন ও পেট্রোল ৩ টাকা, ডিজেল ২ টাকা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জ্বালানি তেলের দাম দেশের বাজারে আরও একদফা কমল। এ দফায় ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমে ১২২ টাকা ও পেট্রোলের দাম ৩ টাকা কমে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভেজাল রোধে ১০ টাকা বাড়িয়ে কেরোসিনের দাম ১১৪ টাকা করা হয়েছে। শনিবার নতুন এ মূল্যের গেজেট প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা আজ থেকে কার্যকর হবে। এর আগে মে মাসে জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা করে (পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন) কমানো হয়। মার্চ ও এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। ফেব্রুয়ারিতে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল এক টাকা। ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম