Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

হাইকোর্ট এলাকায় পিটুনির শিকার আলমের মৃত্যু

তদন্তে পুলিশ

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর হাইকোর্ট মাজার এলাকায় মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর মো. আলম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মিজান জানান, শুক্রবার বিকাল চারটার দিকে তিনি হাইকোর্ট মাজারের সামনে রক্তাক্ত অবস্থায় আলমকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকের বরাতে তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার ভুয়া নামে এক ব্যক্তি আলমকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করান। পরে তিনি পালিয়ে যান। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী, আলমের স্থায়ী ঠিকানা ভোলা সদরে।

তবে ভর্তির সময় জানানো হয়েছিল, তিনি হাইকোর্ট এলাকাতেই অবস্থান করতেন।

পুলিশ পরিদর্শক ফারুক বলেন, আলমের শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানায় জানিয়েছি। ইতোমধ্যে তারা তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হবে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম