Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এনসিপির সমর্থন

পল্লী বিদ্যুৎ কর্মীদের আজ মহাসমাবেশ

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাত দফা দাবি আদায়ে টানা ১২ দিন অবস্থান কর্মসূচি পালন করেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। দাবি আদায়ে আজ তারা রাজধানীর শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। ২১ মে থেকে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি-পল্লী বিদ্যুৎ কর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দমন-পীড়ন বন্ধসহ পূর্ণাঙ্গ সংস্কার। রোববার তাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন।

মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম। আন্দোলনকারীরা বলেন, সম্প্রতি একটি কমিশন গঠন করা হলেও তা নিয়ে আমাদের কোনো আস্থা নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিরুপায় হয়ে আমরা মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। এতে সেবা বিঘ্নিতসহ কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়দায়িত্ব বহন করতে হবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), বিদ্যুৎ বিভাগ এবং সরকারের সংশ্লিষ্টদের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম