Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

সন্দ্বীপে এক মাসে তিন খুন

Icon

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একের পর এক হত্যাকাণ্ডে জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সর্বশেষ মঙ্গলবার বিকালে উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের পাঁচ আনি গোপট সড়কে শিপন কোম্পানি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শিপন পার্শ্ববর্তী মগধরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোজাফফর তহশিলদার বাড়ির বাসিন্দা। এনিয়ে সন্দ্বীপে একমাসে তিনটি খুনের ঘটনা ঘটল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে শিপন নোয়ারহাট বাজার থেকে মোটরসাইকেলে করে শিবেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে মাইটভাঙ্গা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পাঁচ আনি গোপট সড়কের নির্জন স্থানে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা শিপনের শরীর থেকে একটি হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে এবং মাথার পেছনে ঘাড়ে কোপ দিয়ে শরীর থেকে অনেকটা আলাদা করে ফেলে।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশে খবর দেন। পরে সন্দ্বীপ থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল আলম চৌধুরী বলেন, ‘এটি অত্যন্ত বর্বরোচিত হত্যাকাণ্ড। লাশের সুরতহাল করা হয়েছে। বুধবার (আজ) ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতার জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি।’ প্রসঙ্গত, গত এক মাসে সন্দ্বীপে তিনটি খুন হয়েছে। এর মধ্যে এক সপ্তাহের ব্যবধানে ঘটল দুটি হত্যাকাণ্ড। পরপর এ ধরনের নৃশংস ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম