ব্রিটিশ রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামী সপ্তাহে
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী সপ্তাহে লন্ডনে সাক্ষাৎ করবেন। কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
যুক্তরাজ্যের দ্য কিংস ফাউন্ডেশনের আমন্ত্রণে কিং চার্লস থ্রি হারমনি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য মুহাম্মদ ইউনূসের লন্ডনের উদ্দেশে সরকারি সফরে সোমবার ঢাকা ত্যাগের কথা রয়েছে। আগামী মঙ্গলবার অথবা বুধবার লন্ডনে বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। বৃহস্পতিবার রাজা সেন্ট জেমস প্রাসাদে তাকে হারমনি অ্যাওয়ার্ডে ভূষিত করার কথা রয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে কোনো ব্যক্তির জীবনব্যাপী অবদান, রাজার দর্শন ও দ্য কিংস ফাউন্ডেশনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য এ অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। ২০২৪ সালে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও ব্রিটিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামকে।
