Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

৫৬ পশুর হাট ও ১২৫ বাজার

ভোগান্তিতে পড়বেন ঘরমুখো মানুষ

Icon

সিরাজুল ইসলাম

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসন্ন ঈদযাত্রায় ৫৬টি পশুর হাট ঘিরে বেশি ভোগান্তিতে পড়তে পারেন ঘুরমুখো মানুষ। আর তীব্র যানজট সৃষ্টি হতে পারে হাইওয়ের পাশে থাকা ১২৫টি বাজার ঘিরে। এছাড়া মহাসড়কের ৬৭টি গুরুত্বপূর্ণ স্পটে তৈরি হয়েছে খানাখন্দ। এসব খানাখন্দও ভোগাতে পারে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের। বিভিন্ন মহাসড়কে আলোকবাতি কম থাকা ও থ্রি-হুইলার যানবাহনের অবাধ চলাচলের কারণে বাড়তে পারে দুর্ঘটনা। ঈদকে ঘিরে হাইওয়ে পুলিশের তৈরি করা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শামসুল আলম যুগান্তরকে বলেন, মহাসড়কের দুই পাশে সর্বমোট ২৩০টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে অতিগুরুত্বপূর্ণ স্থানে ৫৪টি অস্থায়ী পশুর হাট রয়েছে। এসব হাট ঘিরে যানজটের শঙ্কা রয়েছে। ওইসব স্থানে যান চলাচল স্বাভাবিক রাখতে বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়মিত টহল বৃদ্ধির পাশাপাশি মহাসড়কে অবৈধ পার্কিং রোধে বিশেষ ভূমিকা রাখা হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে হাইওয়ে পুলিশ। আমাদের সব অফিসার ইতোমধ্যেই মাঠে নেমেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার ঈদুল আজাহা উপলক্ষ্যে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করবে অন্তত দেড় কোটি মানুষ। বৃহস্পতিবার সড়ক-মহাসড়কে মানুষের চাপ বাড়বে অনেক বেশি। এছাড়া কুরবানির পশু পরিবহণের কারণে সড়ক-মহাসড়কে যানবাহনের সংখ্যাও বাড়বে। এতে মানুষের ভোগান্তি চরমে উঠতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে এবার সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট না বসানোর পরামর্শ দেওয়া হয়েছে। এরপরও দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়কের পাশে বসছে পশুর হাট। হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী যেসব পশুর হাট ঘিরে যানজটের আশঙ্কা আছে সেগুলোর মধ্যে রয়েছে-কুমিল্লার ইলিয়টগঞ্জ, চান্দিনা, সাহেববাজার, মিরশ্বানী, ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর, নোয়াখালীর সেবারহাট, জমিদারহাট, বাংলাবাজার, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ, চট্টগ্রামের বাড়বকুন্ড, বাঁশবাড়িয়া, মদনহাট, মাদামবিবির হাট, ফতেহবাদ বাজার, কক্সবাজারের খরুলিয়া, মরিচ্য, হৃীলা, মৌলভীবাজার, সিরাজগঞ্জের তালগাছি, চান্দাইকোনা, বগুড়ার মোকামতলা, রাজশাহীর বানেশ্বরবাজার, ফরিদপুরের কানাইপুরবাজার, মুনসুরাবাদ, মালিগ্রামবাজার, মাদারীপুরের টেকেরহাট, বরিশালের লাখেরাজ কসবা, হবিগঞ্জের জনতা বাজার, সিলেটের চিকনাগুলবাজার, ঝিনাইদহের ভাইটবাজার, বারোবাজার, মাগুরার আলমখারী পশুরহাট, সীমাখালী পশুর হাট, যশোরের ভাটার আমতলা, সাতমাইল, ভাংগুড়া পশুর হাট, খুলনার খর্ণিয়া ১৮ মাইল পশুর হাট, নড়াইলের মাদসা বাজার, কুষ্টিয়ার আলামপুর, গোলাপবাগ, কালিবাড়ী, রংপুর জেলার শঠিবাড়ী, লালমনিরহাটের বড়বাড়ী, বড়খাতা নতুন পশুর হাট, ঠাকুরগাঁওয়ে বড় খোচাবাড়ী, ময়মনসিংহের কাশিগঞ্জ, সিড স্টোর, নান্দাইল চৌরাস্তা, নেত্রকোনার শ্যামগঞ্জ, হিরনপুরবাজার ও জামালপুরের তিনানীপাড়া গরুর হাট প্রভৃতি। হাইওয়ে পুলিশের প্রতিবেদন অনুযায়ী, যেসব বাজারের কারণে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করতে পারে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড়, মদনপুর বাসস্ট্যান্ড, মোগরাপাড়া, যাত্রামুড়া, সাইনবোর্ড বাসস্ট্যান্ড, চিটাগাং রোড বাসস্ট্যান্ড, দাউদকান্দি ব্রিজ, মেঘনা গোমতী ব্রিজ, বলদাখাল বাসস্ট্যান্ড, শহীদনগর বাসস্ট্যান্ড, গৌরীপুর বাসস্ট্যান্ড, আমিরাবাদ বাসস্ট্যান্ড, ইলিয়টগঞ্জ বাজার, মাধাইয়া বাজার, চান্দিনা বাজার, সুয়াগাজী বাজার, সদর দক্ষিণ থানার সামনে ইউটার্ন, নুরজাহান হোটেলের সামনে ইউটার্ন, আলেখারচর ইউটার্ন, ক্যান্টনমেন্ট মোড়, নাজিরা বাজার ইউটার্ন, নিমসার বাজার ইউটার্ন, মিয়াবাজার, চৌদ্দগ্রাম বাজার, বাবুর্চি বাজার, মুহুরীগঞ্জ ব্রিজ, বিশ্বরোড মোড়, বারৈয়ারহাট বাজার, মিরসরাই বাজার, সীতাকুণ্ড বাসস্ট্যান্ড, বড় দারোগারহাট ওজন স্কেল, বাড়বকুণ্ড বাজার, বাঁশবাড়িয়া বাজার, ছোট কুমিরা বাজার প্রভৃতি।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পাকিজা বাসস্ট্যান্ড, গেন্ডা বাসস্ট্যান্ড, সাভার থানাধীন রেডিওকলোনি, নবীনগর বাসস্ট্যান্ড, কালামপুর বাসস্ট্যান্ড, আরিচা ও পাটুরিয়া সংযোগ মোড়, ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর, বারৈচা, মরজাল, মাধবনী বাসস্ট্যান্ড, পাঁচদোল মোড়, সাহেব তারানো বাসস্ট্যান্ড, বরাতো বাসস্ট্যান্ড, রূপসী বাসস্ট্যান্ড, বরপা বাসস্ট্যান্ড, রবিন টেক্সটাইল, যাদবপুর বাজার, অলিপুর বাজার ও শায়েস্তাগঞ্জে বড় যানজট হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে।

বলা হয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী, মাওনা ফ্লাইওভারের নিচে, ওয়াবদা (পল্লী বিদ্যুৎ মোড়), নয়নপুর জৈনাবাজার, বাগের বাজার, ভবানীপুর বাজার, আইডিয়াল মোড় থেকে মাস্টারবাড়ী পর্যন্ত, সিডস্টোর, মল্লিকবাড়ী, ভালুকা বাসস্ট্যান্ড এবং ভরাডোবা বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে যানজট থাকতে পারে। ঢাকা-মাওয়া মহাসড়কের হাসনাবাদ ও ইকুরিয়া এবং ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড, পল্লী বিদ্যুৎ, শফিপুর ফ্লাইওভারের নিচে, চন্দ্রা ফ্লাইওভারের চাল (পশ্চিম অংশ), ফায়ার সার্ভিসের সামনে, খাড়াজোড়া ব্রিজ, কালিয়াকৈর শিলা বৃষ্টি পাম্প, নন্দনকাটা, জিরানীবাজার কাটা, ওয়ালটন কাটা এবং পল্লী বিদ্যুৎ বাজারসহ বেশ কিছু স্থানে যানজটের আশঙ্কা করা হয়েছে।

আরও বলা হয়েছে, গাজীপুর, বগুড়া, মাদারীপুর, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও খুলনা রিজিয়নে ৬৭টি বড় ধরনের খানাখন্দ রয়েছে। এসব কারণে মানুষের নাভিশ্বাস উঠতে পারে। এছাড়া দেশের মহাসড়কগুলোতে স্থানীয় বাজার ছাড়া কোথাও আলোকবাতি নেই। এ কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম