গুমের ‘মেইন কালপ্রিট’ র্যাবের গোয়েন্দা শাখা: প্রেস সচিব
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার আমলে হওয়া গুমের ঘটনায় র্যাবের গোয়েন্দা শাখা সবচেয়ে বেশি জড়িত ছিল। গুমের ‘মেইন কালপ্রিট’ মানে কিলার ফোর্স হচ্ছে তারা। গুমসংক্রান্ত কমিশনের রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শফিকুল আলম জানান, গুমসংক্রান্ত কমিশন তাদের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা গুমসংক্রান্ত বিষয়ে আশু করণীয় সম্পর্কে কমিশনের কাছে জানতে চেয়েছেন। গুমের ঘটনার ভয়াবহতা শুনে তিনি ‘হরর মিউজিয়াম’ করার কথা বলেছেন। তিনি বলেন, গণভবন জাদুঘরে এটি করা হবে। একই সঙ্গে গুমের ঘটনা দেশবাসীকে জানাতে একটি ওয়েবসাইটও করা হচ্ছে।
প্রেস সচিব বলেন, গুমের ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারি পুরস্কার, পদক, পোস্টিংয়ের জন্য এসব করতেন। তবে কেউ কেউ এ ধরনের কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তিনি জানান, গণভবন থেকে পাওয়া দুটি চিঠি থেকে এমন তথ্য জানা গেছে। এখন পর্যন্ত ১ হাজার ৮৫০টির মতো অভিযোগ গুম কমিশনে জমা পড়েছে। মঙ্গলবারও কমিশন নতুন অভিযোগ পেয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৫০টি ঘটনায় অভিযোগকারীরা পূর্ণাঙ্গ বক্তব্য কমিশনে পেশ করেছেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, কয়েকটি গণমাধ্যমে বুধবার প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধুসহ চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হচ্ছে। এমন সংবাদ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে খুবই উদার। সরকার সমালোচনাকে স্বাগত জানায়। তবে কাউকেই ভুল সংবাদ প্রচার করার লাইসেন্স সরকার দেয়নি। যারা এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করবে, সরকার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। অনুষ্ঠানে জানানো হয়, চার দিনের সফরে আগামী ৯ জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শফিকুল আলম বলেন, সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যে টাকা পাচার করা হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়ও আলোচনা হবে।
