পঙ্গু হাসপাতালে পাঁচ দিনে ১৫২০ জন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঈদুল আজহার আগে ও পরে গত ৫ দিনে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) মোট চিকিৎসা নিয়েছেন ১৫২০ জন। গড়ে প্রতিদিন ৩০০ বেশি মানুষ আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৪২২ জন, যার হার ২৭ দশমিক ৭৬ শতাংশ। জরুরি অপারেশন করতে হয়েছে ৪৬৬ জনের। যার হার শতকরা ৩০ দশমিক ৬৬ শতাংশ। আহতদের মধ্যে কেউ কেউ ঈদের সময়ে পশু কুরবানি দিতে গিয়ে আহত হয়েছেন। যাদের বেশিরভাগই মোটরবাইক কিংবা অটোরিকশা-সিএনজি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। তাদের কারও হাত-পা কেটে ফেলার মতো অবস্থা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কারও আজীবনের মতো পঙ্গুত্ব হওয়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার সরেজমিনে পঙ্গু হাসপাতালে মারাত্মক দুর্ঘটনার শিকার হওয়া রোগীদের হৃদয়বিদারক ও অবর্ণনীয় দুর্ভোগের দৃশ্য দেখা গেছে। আহত রোগী ও স্বজনদের আহাজারি যেন ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ।
সড়ক দুর্ঘটনার শিকার হয়ে কারও কারও এক হাত কিংবা দুই হাত, আবার কারও এক পায়ে কিংবা দুই পা ভেঙে গেছে। হাত-পা ছাড়াও বুকে, পেটে, মাথাসহ বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে। শরীরের চামড়া ছিলে গেছে। পুরো শরীরজুড়ে ব্যান্ডেজ লাগালো। আবার কারও কারও জরুরি অপরাশনের প্রয়োজন পড়ছে।
