যৌথ বাহিনীর অভিযান
বাস যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে ৭ মামলা
যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (না.গঞ্জ)
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ঈদুল আজহা পরবর্তী সময়ে আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পূর্বাচল আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ ও খিলক্ষতে থানা পুলিশ কর্তৃক খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৫০টির অধিক দূরপাল্লার বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অধিকাংশ বাস হতে বিপুল পরিমাণে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত প্রদান করা হয়। এছাড়াও পুলিশ ৭টি বাসের বিরুদ্ধে মামলা করে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জানান।
