Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আড়াইহাজারে জামায়াতের পথসভায় বিএনপির হামলা, আহত ৫

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের গহরদি এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোতাহার হোসেন জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ দুই আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ইলিয়াস মোল্লার নেতৃত্বে বিকাল ৩টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। বাদশা মিয়া বাজারে পথসভা করার সময় স্থানীয় বিএনপি নেতা শাহজাহান ও ইউসুফ শিকারির নেতৃত্বে একদল বিএনপি নেতাকর্মী আমাদের বাধা দেয়। তর্কবিতর্কের এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে বিএনপি কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় মাহমুদপুর ইউনিনের আট নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহবুবুসহ পাঁচ নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইলিয়াস মোল্লা জানান, বিনা উস্কানিতে বিএনপির নেতাকর্মীরা জামায়াতের পথসভায় হামলা চালিয়েছে। মাইকের তার ছিঁড়ে ফেলে এবং বলে কিসের আল্লাহু আকবার, কিসের জামায়াতে ইসলাম বলে তারা স্লোগান দেয়। এখানে জামায়াতের কোনো সভা হবে না। এটা ওপরের নির্দেশ-এই কথা বলেই লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করে। অবিলম্বে হামলাকারীদের বিচার চান তিনি। এ ব্যাপারে জানতে শাহজাহান শিকারির মোবাইলে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে আড়াইহাজার বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া জানান, হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াস আলীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, তিনিও আমাকে কিছুই জানাননি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম