Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

লন্ডন বৈঠকে নির্বাচনি অনিশ্চয়তা কেটেছে: জাতীয়তাবাদী সমমনা জোট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠকের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্টি হওয়া ধোঁয়াশা দূর হয়েছে বলে মনে করে জাতীয়তাবাদী সমমনা জোট। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা এ কথা বলেন।

তারা বলেন, রমজানের আগেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দেশের মানুষের জন্য স্বস্তির বার্তা ও আশার আলো এনেছে। দুই নেতার বৈঠকে সংস্কার, বিচার ও নির্বাচন ইস্যুতে গঠনমূলক অগ্রগতি হওয়াকে ইতিবাচক হিসাবে দেখছে জোট। বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকের ফলে একটি বোঝাপড়ার ভিত্তি তৈরি হয়েছে এবং রাজনৈতিক দল ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ উন্মুক্ত হয়েছে। বিবৃতিতে সই করেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত, পিপলস লীগের সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ এবং বাংলাদেশ ন্যাপের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বারেক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম