নরসিংদীতে বিএনপি নেতার সমর্থক ও ছাত্রদলের সংঘর্ষ : গুলিবিদ্ধ ১
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর পলাশে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক গ্রুপ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ইসমাইল হোসেন নামের এক ছাত্রদলকর্মী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ছাত্রদলকর্মী ইসমাইল হোসেন ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট পলাশ বাসস্ট্যান্ড এলাকায় একত্রিত হয়ে মিছিল বের করে। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক হতে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তার সমর্থকদের একটি মিছিল মুখোমুখি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হন ইসমাইল হোসেন। আহত হন বিএনপি নেতা ফজলুল কবির জুয়েল ও আরও একজন। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল নির্বাচনি এলাকায় শোডাউন করতে আসেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়।
