Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

টিউলিপকে ফের দুদকে তলব

এবার একযোগে পাঁচ ঠিকানায় চিঠি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইস্টার্ন হাউজিং থেকে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিককে ফের তলব করে পাঁচ ঠিকানায় একযোগে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদকে হাজির হয়ে বক্তব্য উপস্থাপনের জন্য এই চিঠি দেওয়া হয়েছে। আগের দফায় তিনটি ঠিকানায় পাঠানো দুদকের তলবি নোটিশ টিউলিপ পাননি দাবি করায়, এবার নতুন আরও দুই ঠিকানাসহ মোট পাঁচ জায়গায় চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ২২ জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করে গুলশানের একটি প্লট ইস্টার্ন হাউজিংকে বরাদ্দ নিয়ে দেন টিউলিপ। তার অবৈধ প্রভাবের কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্লটটি বরাদ্দ দিতে বাধ্য হয়। বিনিময়ে সেখানে নির্মিত ভবনে টিউলিপকে একটি ফ্ল্যাট উৎকোচ দেয় ইস্টার্ন হাউজিং। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় টিউলিপকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ১৫ এপ্রিল মামলা করে দুদক। সংস্থাটি বলছে, আত্মপক্ষ সমর্থনের অংশ হিসাবে টিউলিপকে তলব করা হয়েছে।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, এর আগে মে মাসে ধানমন্ডি ৩২, গুলশান ও সুধাসদনের বাড়িতে টিউলিপের তলবি নোটিশ পাঠানো হয়। সেই চিঠি টিউলিপ পাননি এমন দাবী করায় আগের তিন ঠিকানাসহ এবার রাজধানীর শ্যামলী ও নিউমার্কেট এলাকার আরও দুই ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম