Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এনবিআরের রাজস্ব সভায় ট্রাম্প-ইলন মাস্ক!

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করতে প্রতি মাসে রাজস্ব সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যার নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান। সভায় আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত থেকে রাজস্ব আদায়ের তথ্য ও চ্যালেঞ্জ তুলে ধরেন। রোববার জুম অ্যাপের মাধ্যমে এনবিআর চেয়ারম্যান আয়কর ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক! মূলত এনবিআর চেয়ারম্যানের সঙ্গে অসহযোগ কর্মসূচি চলমান থাকায় আয়কর ক্যাডারের কর্মকর্তারা প্রতিবাদস্বরূপ এসব নামে বৈঠকে যুক্ত হয়েছিলেন।

কীভাবে এত গোপনীয় ও স্পর্শকাতর রাষ্ট্রীয় বৈঠকে নামসর্বস্ব আইডি যুক্ত হলো-সেটি খতিয়ে দেখতে আইটি উইংকে ইতোমধ্যে এনবিআর চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। শুধু ট্রাম্প বা ইলন মাস্ক নয়, বৈঠকে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি, মায়ের দোয়া স্যনিটারিসহ বিভিন্ন নামের আইডি যুক্ত হতে দেখা গেছে। এছাড়া কর্মকর্তাদের নাম বা কর অঞ্চলের পরিবর্তে মোবাইল ফোনের নাম ও মডেল নাম্বারের আইডি বেশি যুক্ত হয়।

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির প্রতিবাদে ঈদের আগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনে নামে সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সপ্তাহখানেক আন্দোলন চলার পর সরকারের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়। তবে এনবিআরের চেয়ারম্যানকে অপসারণের দাবি মেনে না নেওয়ায় তার সঙ্গে অসহযোগ কর্মসূচি ঘোষণা করে ঐক্য পরিষদ। সেই ধারাবাহিকতায় কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের নাম সংবলিত আইডি দিয়ে মিটিংয়ে যোগ দিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য আয়কর কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, সভায় বেশি লোকের উপস্থিতি দেখাতেই এমনটা করা হয়েছে। সভায় এমন আরও অনেক আইডি থেকে সভায় যোগ দেওয়া হয়েছে, যাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আইডিতে ফোনের বিভিন্ন মডেলের নাম, বিভিন্ন সালের নাম ও নানা ধরনের সংখ্যা দিয়ে সভায় অংশগ্রহণ করতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আয়কর কর্মকর্তা বলেন, জুম অ্যাপে ৪শ’র বেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন। যার বেশিরভাগই ভুয়া। মাঠ পর্যায়ে এনবিআর চেয়ারম্যানকে নিয়ে অসন্তোষ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। চেয়ারম্যানকে অপসারণ না করা পর্যন্ত তাকে অসহযোগিতা করা হবে। কর্মকর্তারা বলছেন, বর্তমান চেয়ারম্যানের চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে গেছে। এমন অবস্থায় তাকে দায়িত্বে রাখা রাজস্ব খাতের জন্য ভালো হবে না।

অবশ্য কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা যুগান্তরকে বলেন, এতো গোপনীয় ও স্পর্শকাতর বৈঠকে বেনামে আইডি যুক্ত হলো সেটি খতিয়ে দেখতে আইটি টিমকে এনবিআর চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন। এর পেছনে কোনো কর্মকর্তা-কর্মচারীর সংযোগ পেলে সরকারি চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম