ভারতীয় নাগরিককে ‘পুশ’ করার আগে বিএসএফ
‘ঘুরি যদি তাকাস তাইলে গুলি মাইরব’
বিবিসি বাংলা
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘ঘুরি যদি তাকাস, তাইলে গুলি মাইরব’-পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপারের দফতরের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন মিনারুল শেখ। তার দাবি, তাকে ও তার সঙ্গে আরও কয়েকজনকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা এই কথাগুলো বলেছিলেন। এর পরে মিনারুল শেখ, নাজিমুদ্দিন মণ্ডলসহ এরকমই কয়েকজনকে দেখতে পাওয়া গিয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ডে’। যাদের সেদিন বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অন্তত চারজন যে ভারতেরই নাগরিক, সে ব্যাপারে নিশ্চিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। মাত্র একদিনের মধ্যেই বিএসএফ ওই চারজনকে ফিরিয়ে এনেছে। কোচবিহারের পুলিশ এ কয়েকজনকে সোমবার হাজির করেছিল স্থানীয় টিভি সাংবাদিকদের সামনে। এদিকে, ভারত থেকে বাংলাদেশি বলে সন্দেহ করে সম্প্রতি যে পুশ-ব্যাক করা হচ্ছে, তাদের মধ্যে অনেকেই যে ভারতের নাগরিক, এমনটা অভিযোগ করে আসছিলেন মানবাধিকার কর্মীরা। এর আগে আসাম থেকে একইভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া অনেক মানুষকে ফিরিয়ে এনেছে সরকার। যদিও তাদের একসময় ওই রাজ্যের ‘বিদেশি ট্রাইব্যুনাল’গুলো বিদেশি বলে ঘোষণা করেছিল। তবে তাদের অনেকেই ওই ‘ঘোষণার বিরুদ্ধে’ উচ্চতর আদালতে আপিল মামলা করেছেন।
