Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গান শুনতে শুনতে ট্রেনের চাকায় ক্ষতবিক্ষত ৩ বন্ধু

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন আরশীনগর এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে আরশনগর ফিউচার পার্কে ঘুরতে গিয়ে পার্শ্ববর্তী সোনাপাহাড় গ্রামের তিন বন্ধু রেললাইনে বসে গল্প করছিল। তিনজনই হেডফোনে গান শুনছিল। আর রাত সাড়ে ৯টা নাগাদ একটি ট্রেন তাদের চাপা দিলে এলাকাবাসী তাদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিন বন্ধুকেই মৃত ঘোষণা করে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. এরশাদ উল্লাহ জানান নিহত তিন যুবককে হাসপাতালে আনার পূর্বেই ওরা মারা গেছে। সবাই মাথা, বুক, হাতে, পায়ে ক্ষতবিক্ষত। উক্ত তিনজন যথাক্রমে আরাফাত (১৮), পিতা দিদারুল আলম, আনিসুর রহমান ( ১৮), পিতা আবু তাহের ও রিয়াজ উদ্দিন ( ১৮), পিতা জিয়াউর রহমান)। তিন বন্ধুরই বাড়ি পার্শ্ববর্তী সোনাপাহাড় গ্রামে। এই বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান পুলিশ ঘটনা শুনে ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছার পূর্বে নিহতদের মৃতদেহ স্বজনরা নিয়ে যায়। তিনি আরও বলেন আমিও জেনেছি ওরা অমনোযোগী হয়ে রেললাইনে বসে হেডফোনে গান শুনছিল। আর তাই এই মর্মান্তিক দুর্ঘটনা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম