ফুলপুর-তারাকান্দায় সড়কে প্রাণ গেল ৯ জনের
জাবি শিক্ষার্থীসহ পাঁচ জেলায় আরও ৯ জন নিহত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার বিকাল ও রাতে দুর্ঘটনাগুলো ঘটে। নাটোরে জাবি শিক্ষার্থীসহ সড়কে প্রাণ গেছে আরও চারজনের। চার জেলায় সড়কে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে লালমনিরহাটের পাটগ্রামে দুই বন্ধু, কুড়িগ্রাম ও কুমিল্লায় দুই যুবক এবং নওগাঁয় পিকআপ চালক রয়েছেন। রাজধানীর রামপুরায় শুক্রবার বাস-অটো-প্রাইভেটকার সংঘর্ষে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ময়মনসিংহ ও ফুলপুর : ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় রাত সাড়ে ৮টার দিকে বাস ও মাহিন্দ ার সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। এর আগে বিকালে তারাকান্দায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহণের একটি বাসের সঙ্গে হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহিন্দে র সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মাহিন্দ াটি দুমড়ে-মুচড়ে গেছে। হতাহতরা সবাই মাহিন্দ ার যাত্রী। বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন কমপক্ষে ১০-১৫ জন। তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ময়মনসিংহ পুলিশ সুপার আখতার উল আলম বলেন, বেপরোয়া যান চলাচলের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে।
নাটোর : নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহতরা হলেন, ঢাকার মিরপুরের বাসিন্দা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগর ও তার আত্মীয় শহিদুল ইসলাম, নাটোর সদর উপজেলার হারিগাছা গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক বাবু এবং অপরজন অজ্ঞাত পরিচয়ের। শুক্রবার নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাজশাহীগামী রাব্বি পরিবহণ নামে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।
লালমনিরহাট : পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই বন্ধু হলেন-পাটগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের মির্জারকোর্ট এলাকার আলিউল ইসলামের ছেলে মেরাজ হোসেন ও একই এলাকার একরামুল হকের ছেলে অনিক ইসলাম। শুক্রবার উপজেলার বাউরা নবীনগর সরকারপাড়া মোড়ে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা মোটরসাইকেলে করে জুম্মার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ীতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত আতিকুজ্জামান লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাটের ফুলগাছ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার মোটরসাইকেলে করে আসার পথে ফুলবাড়ী সদরের কবির মামুদ গাবেরতল এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
নওগাঁ: পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে চালক জসিম নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার খিরসিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিকআপচালক জসিম নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিচিড়কান্দা গ্রামের আলী উসমানের ছেলে।
কুমিল্লা : চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় নিহত নাছির উদ্দিন উপজেলার বসন্তপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। শুক্রবার নবগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা : বিটিভি ভবনের সামনে বাস ব্রেক ফেইল করে সামনের অটোরিকশায় ধাক্কা দেয়। এসময় বাম দিকে থাকা একটি প্রাইভেট কারেও ধাক্কা দেয় বাসটি। রিকশাচালক শহীদ বাসের নিচে চাপা পরে আহত হন। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
